জ্বলে জ্বলুক
খাদিজা বেগম
জ্বলে জ্বলুক আগুন দাউদাউ করে আমার ব্যাথিত বুকে,
তবুও আমি প্রর্থনা করি তুমি থাকো গো অনেক সুখে।
কাটে কাটুক আমার রাত্রি নির্ঘুম চেয়ে থেকে কান্দিয়া,
তবুও তুমি ঘুমাও তোমার নতুন সঙ্গী ঐ বুকে নিয়া।
ভাঙ্গে ভাঙ্গুক সব পাঁজর তোমার দেয়া দুঃখ প্লাবনে,
তবুও তুমি উড়াও প্রেমের ঘুড়ি তোমার প্রেম পবনে।
যায় যদি যাক চলে আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাস,
তবুও তুমি ব্যস্ত থেকিও এসনা দখতে নিথর লাশ।
বেঁচে থাকিতে মেরে ফেলেছ আমায় তুমি তোমার হাতে,
মরার পরে আদর করে জল ফেলনা আঁখির পাতে।
ভাঙা হৃদয় ভেঙেছো আরও তুমি রাখনি একটু খবর,
মাটি দেবার পরে আমার দেখতে এসনা যেন কবর।
Comments
Post a Comment