মা-বাবা
খাদিজা বেগম
যে মা তোমার মুখে প্রথম খাবার তুলে দিয়েছে,
সেই মাকে কভু তুমি অনাহারে অনাদরে রেখনা।
যে বাবা তোমাকে হাত ধরে প্রথম হাঁটা শিখিয়েছে,
সেই বাবাকে কভু তুমি অবহেলার দৃষ্টিতে দেখনা।
যে মা তোমাকে প্রথম শিখিয়েছে মিষ্টি কথা বলতে
সেই মাকে বলনা তুমি ধমক দিয়ে উচ্চ কন্ঠে কথা,
যে বাবা দেখিয়েছে তোমাকে জীবন চলার পথ
সেই বাবাকে জীবনেও এতটুকু দিওনা ব্যাথা।
Comments
Post a Comment