তোমার হারিয়ে

 খাদিজা বেগম


আমি তোমায় হারিয়ে গড়তে চাই না প্রেমের তাজমহল,

আমি তোমায় হারিয়ে বইতে চাই না নয়নে বিরহ জল।।


আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই বন্ধু জনম জনম,

তুমি আমার বেঁচে থাকার প্রেরণা বন্ধু তুমি শেষ সম্বল।।


আমি তোমায় হারিয়ে হতে চাই না তৃষ্ণার্ত মরুভূমি,

তুমি আমার সাহারা বুকে শ্রাবণ জল মিষ্টি বাদল ।।


আমি তোমায় হারিয়ে হতে চাই না ঢেউ হারা মরা সাগর

তুমি আমার দুই কুল জুড়ে উর্মি খেলানো প্রেম মাদল।।


আমি তোমায় হারিয়ে পরতে চাই না জীবিত দেহে কাফন,

তুমি আমার সুখ আকাশে উড়িয়া চলা পায়রার দল ।।


আমি তোমায় হারিয়ে ডুবতে চাই না গভীর আঁধার রাতে,

তোমার সাথে ভাসিবো আমি প্রেমর আলো জ্বেলে ঝলমল।। 




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান