আমি খুনী
খাদিজা বেগম
আমি খুনী ভালোই জানি
কেঁদো না আর মাজননী।
দেখো চেয়ে সুখের হাসি
কেউ দিবে না খুনির ফাঁসি।
ধৈর্য্য ধরো কয়েকটি দিন
আসবো ফিরে হয়ে স্বাধীন।
আমার বিচার করবে যারা,
টাকায় পোষা প্রাণী তাঁরা।
তারা যদি মানুষ হতো
ছাত্ররা কি খুনী হতো।
সন্ত্রাসীদের মাথায় চরে
ঘুরায় ক্ষমতার লাঠিটারে।
তারা করলে সন্ত্রাস দমন
হবে কি প্রজা শোষণ
গোরায় গোরায়় গন্ডগোল মা
এই রাজনীতি কেউ বুঝে না।
ওরা হলো আসল দোষী
যারা রাখে খুনী পুষী।
ওরা হলো রাঘব বোয়াল
মোদের কাঁধে রাখে যোয়াল।
ওরা থাকে সাধুর সাজে
আমি খুনী এ সমাজে।
এই সমাজটা খুবই বাজে
হালাল হারাম কে বা খুঁজে
খুন করেছি টাকার জন্য,
সকল বিভাগ বিবেক শূন্য।
বিবেক যদি থাকতো সবার
হতো না আর এই হাহাকার।
Comments
Post a Comment