দল

খাদিজা বেগম


দলে দলে জোট বেঁধে ভোটের আগে কর সংলাপ,

প্রকাশ্যে কয় নীতিকথা বুকে পুষে রাখে কালসাপ।


দলের জন্য বিবেক শূন্য চাটুকার দেয় আঁধারে ঝাঁপ,

বিচার বুদ্ধি সব হারিয়ে পাপের পথে পেতে চাই লাভ।


দলে দলে দলাদলি মরে অবুঝ শিশুর বাপ,

নেতারা সব সংসদে যায় এতিম শিশু করে বিলাপ।


অর্থের লোভে দলগুলো সব যেন দেশ এর অভিশাপ,

নিজের ভাই মারছে নিজেরাই তাতে কারো নাই অনুতাপ।


দুর্নীতিবাজ চরিত্রহীন ওদের মুখে মিথ্যে প্রলাপ,

সোনার দেশটা ছাই করেছে ওদের হিংস্র অগ্নি উত্তাপ।


দলে দলে রক্তারক্তি করা যেন ওদের স্বভাব,

মুখে মুখে নীতিকথা কাজে-কর্মে কথার খেলাপ।


যত বড় দল নয় ওদের জিহ্বাটা তার চেয়ে বড়,

টেকনাফ থেকে চাটা দিলে যাবে তেতুলিয়ার পরো।


দলের সেবা ছেড়ে দিয়ে নিজের কাছে নিজে চাও মাপ,

দেশের সেবায় যুক্ত থাকো দেশ এগিয়ে যাক আরো এক ধাপ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান