ওগো বন্ধু আমার
খাদিজা বেগম
ও গো বন্ধু আমার, প্রাণের প্রিয় বন্ধু আমার
আমায় তুমি যতো বড় শত্রু ভাবনা কেন !
তুমি আমার বন্ধু ছিলে, বন্ধুই আছো, বন্ধু রবে
জনম জনম, এই কথাটি ভুল না যেন!
তোমার মুখের প্রতিটা কথা, চোখের প্রতিটি দৃষ্টি
মধুর চেয়েও আরও অনেকে বেশী মিষ্টি লাগে,
তোমার পথের প্রতিটা চরণ, হাতের প্রতিটি কাজ
এতো সুন্দর করে কভু কেউ যেন করেনি আগে।
তোমার হাতে বা তোমার সমর্থনে প্রতিটি কাজই
মন থেকে সমর্থন করি, সম্মান করি, শ্রদ্ধা করি,
কিন্তু মানুষ হয়ে জন্ম নেওয়ার কারনে হয়তো বা
মাঝে মাঝে আমি বিপরীত মুখী অবস্থান করি,
তার মানে এই নয় যে আমি তোমার প্রতি পক্ষ
তোমাকে অপমান করি, কখনো করিনা শ্রদ্ধা,
আমি চিরদিন তোমার কাছে ঋণী ওগো বন্ধু
আমি তোমার হাসির তরে লড়াই করা যোদ্ধা।
তোমায় কথা দিলাম আমি এই কথা রাখবো
আমাকে ভুলে তোমার সুখে সুখী হয়ে থাকবো,
হাজার দুঃখ, কষ্ট, যন্ত্রণাতেও কাঁদবো না আর
জ্বলে যদি জ্বলুক মন তবুও মুখে হাসি রাখবো।
আমি মানুষ হয়ে জন্ম নেওয়ার কারনে হয়তো বা
বারেবারে জেনে শুনেই করে যাই একি অপরাধ,
কখনো নামাজ আদায় হয় না, সত্য বলা যায় না
তবুও ফিরে আসি সেজদয়, কেঁদে করি ফরিয়াদ।
তেমনি মাঝে মাঝে তোমার মনের মত হতে পারিনা
তোমার ঐ কন্ঠে কন্ঠ মিলিয়ে কথা বলতে পারিনা,
মানুষের ভুল থাকে স্বভাবে, নয় তা ঞ্জাণের অভাবে
আমরা কি তা আলোচনা করে শুধরে নিতে পারিনা!
Comments
Post a Comment