ছেড়ে যাবে না তো

 খাদিজা বেগম


বহুবার বহুদিন বহু মাস ধরে

তুমি আমায় বলেছিলে,

কখনো ছেড়ে যাবেনা তো !


সেই তুমিই আমাকে ছেড়ে গেলে

আমি তোমার হয়েই আছি

থাকবো আজীবন আগেই মতো।


বহু সকাল বহু বিকাল বহু বছর ধরে

আমায় তুমি বলেছিলে,

কখনো ভুলে যাবে না তো!


সেই তুমিই আমাকে ভুলে গেলে

আমি তোমাকে ভুলিনি,

মনে রেখেছি আগেই মতো।


এ বুকের মাঝে আমাকে হৃদয় করে

শত যতনে রেখেছিলাম,

ভালবেসে পাগলের মতো।


সেই তুমিই ভেঙ্গেছো এ বুকের পাঁজর

হাজার আঘাতে আঘাতে,

হৃদয় করেছো রক্তাক্ত।


 চলে যাবে আমাকে ছেড়ে তাই বুঝি

নিয়েছিলে তুমি বহু বার,

আমার হতে অঙ্গীকার!


তোমাকে ছেড়ে আমি যাবো কোথায়?

মৃত্যু ছাড়া নেই কেউ আর,

অপেক্ষায় থাকবে আমার।


তোমাকে সুখী করা ছাড়া আমার

 ছিলনা কোন আশা

সে আশা পূর্ণ হলোনা,


হতে পারিনি আমি তোমার যোগ্য

এ আমারি দুর্ভাগ্য

আমার কপাল ভালো না।।



চেষ্টায় ত্রুটি ছিলোনা।


তবুও তুলবো না কোন অভিযোগ

করবো না কোন অভিমান

দেবো না তোমাকে সাজা,


তোমার কাছে আমার এই মিনতি

আমার শেষ বিদায়ের কালে

আমাকে দেবে তুমিই যানাজা।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান