আমাদের মা

খাদিজা বেগম


বাংলা দেশটা আমাদের মা

সব বাঙালি ভাই-বোন আমরা,

কাউকে করলে কোন আঘাত

খুলে নেবো তোদের চামড়া।


সোনার বাংলার সোনার ছেলে

নুর আমাদের গর্বিত ভাই,

ভাইয়ের প্রতি অবিচারের

অবিলম্বে সুবিচার চাই।


একটি নুর আর নিভে যদি

আমরা হবো সব দাবানল,

দাউ দাউ করে উঠবো জ্বলে

নীল নকশা সব হবে বিফল।


লাভা হয়ে যাবো দেয়ে

স্বৈরাচার আর অত্যাচারী,

ডুবে যাবে লাভার তলে

আর করো না   বাড়াবাড়ি।


কলংকিত ইতিহাসের

ঘৃণ্য সকল পাতায় পাতায়,

ফেরাউনের মতো শাসক 

হঠাৎ ধ্বংস হয়েই যায়।


প্রতিবাদী কণ্ঠ তোলো 

বাঘের মতো গর্জে ওঠো,

কৃষক শ্রমিক ছাত্র সমাজ

বাঁধ ভাঙ্গা জল হয়ে ছোট।


আমরা হলে প্রতিবাদী

হবেই অন্যায় অবিচার শেষ,

সুখী হবো আমরা সবাই

সুন্দর হবে আমাদের দেশ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান