কেন আমায় ছেড়ে গেলে?
একটি প্রশ্ন ভাবিয়া মন বারেবারে শুধু কাঁদে,
কেন আমায় ছেড়ে গেলে বলনা কোন অপরাধে?
কষ্ট নামের ঢেউয়ে ভেঙ্গে গুড়া গুড়া বুকের পাঁজর,
প্রতারণার ঝড়ে কেন উরে আমার ভালবাসার চাদর?
দুচোখে নামে শ্রাবণের ঢল বাঁধ মানেনা শান্তনার বাঁধে,
কেন আমায় ছেড়ে গেলে বলনা কোন অপরাধে ?
কেন কাছে এসে ছিলে যাবে যখন দূরে চলে?
কি আনন্দ পেয়েছো তুমি আমায় ভাসিয়ে অশ্রু জলে?
তুমি আমার কৃষ্ণ ছিলে আমি ছিলাম তোমার রাঁধে,
কেন আমায় ছেড়ে গেলে বলনা কোন অপরাধে?
তোমার কাছে নেই তো এখন আমার কোন আর প্রয়োজন,
তুমি আমায় তাড়াতে তাই করেছ এতো আয়োজন?
বীনা মেঘে বীনা বৃষ্টিতে পরছে বজ্র আমার ছাদে?
কেন আমায় ছেড়ে গেলে বলনা কোন অপরাধে ?
সুখের কথা বলে তুমি ফেলে দিলে দুঃখের ফাঁদে!
কেন এতো কষ্ট দিলে বলনা কোন অপরাধে?
Comments
Post a Comment