খবর আছে
খাদিজা বেগম
খবর আছে খবর আছে শুনে নিও আলযাযিরার খবর,
গনতন্ত্রের নামে ষড়যন্ত্র করে খুড়ে স্বাধীনতার কবর।
সময় নেই আর ঘুমাবার জেগে উঠতে হবে আমাকে তোমাকে,
ষড়যন্ত্রের নীল নকশা ছিঁড়ে বাঁচাতেই হবে সোনার বাংলামাকে।
লাথি মেরে ভেঙে দে মানবতার মুখস পরা সন্ত্রাসীর মুখ,
গুলি করে ঝাঁজরা করে দে সাধু রুপি সব শয়তানদের পাপি বুক।
দে দে তোরা আগুন লাগিয়ে পুড়িয়ে দে ঐ সব মাফিয়াদের দল,
চল চল, দেশটাকে নিয়ে আর করতে দেব না কাউকে কোন ছল।
অগুনিত বিরঙ্গনা আর লাক্ষ শহীদের রক্তে, প্রাণে অর্জিত,
এই দেশটাকে আর হতে দেব না কোন মাফিয়াদের হাতে শোষিত।
আজ বিষ বৃক্ষে বৃক্ষে ভরে গেছে আমাদের এই সোনার বাংলা দেশ,
এখনি সময় সেই বৃক্ষ কাটার না হলে অক্সিজেন হবে শেষ।
আইনের পোশাকে লুকিয়ে থাকা এই দেশের কিট মাফিয়া সন্ত্রাস,
রক্ষক সেজে ভক্ষণ করে করে দেশের করিতেছে সর্বনাশ।
যুগ যুগ ধরে ষড়যন্ত্র করে মাফিয়ারা গণতন্ত্রের নামে,
নেপথ্যে দেশটাকে জবাই করে জাহির করে নিজেদের দেশপ্রেমে।
অন্যায় করতে ও অন্যায়ের পক্ষ নিতে ওদের লাগে বড় ভালো,
মুসলিম পরিচয় ওরা মুনাফিক ওদের নেই ঈমানের আলো।
এই দেশটাকে গড়ে যারা শরীরের ঘামে ভিজে তার পায় না ভাত,
শীতে পায় না গরম কাপড় বৃষ্টিতে পায় না মাথায় উপর ছাদ।
মাফিয়া সন্ত্রাসীরা দলে দলে এসে জোর করে নিয়ে যায় ভোট,
দেশের সম্পদ বিদেশে পাঠায় সন্ত্রাসে সন্ত্রাসে বাঁধিয়া জোট।
Comments
Post a Comment