যদি আর ভাল না বাস
খাদিজা বেগম
যদি আর ভাল না বাস
যদি আর কাছে না আসো।
ভেবো না আমি ভুলে যাবো
আমি তোমায় খুঁজে নেবো।
উত্তর থেকে ঐ দক্ষিণে
পূর্ব থেকে ঐ পশ্চিমে,
মাটি থেকে ঐ আকাশে
খুঁজব আমি তোমার প্রেমে।
খুঁজতে খুঁজতে না হয় যাবো
এ পার হতে আখিরাতে,
তবুও তোমায় খুঁজে পাবো
বেঁধে রাখবো নিজের হাতে।
Comments
Post a Comment