যদি আর ভাল না বাস

 খাদিজা বেগম


যদি আর ভাল না বাস

যদি আর কাছে না আসো।

ভেবো না ‌আমি ভুলে যাবো

আমি তোমায় খুঁজে নেবো।


উত্তর থেকে ঐ দক্ষিণে

পূর্ব থেকে ঐ পশ্চিমে,

মাটি থেকে ঐ আকাশে

খুঁজব আমি তোমার প্রেমে।


খুঁজতে খুঁজতে না হয় যাবো

এ পার হতে আখিরাতে,

তবুও তোমায় খুঁজে পাবো

বেঁধে রাখবো নিজের হাতে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান