শাসন করা আসন

 খাদিজা বেগম



এই সমাজের শাসন করা আসন গুলো দখল নিলো অযগ্য লোকে,

তাই তো অন্যায় দেখতে দেখতে এখন অন্যাকেই ন্যায় মনে হয় চোখে।


প্রকাশ্যে চলছে গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি কালোবাজারি,

দেখেও যেন কেউ দেখে না, শুনেও যেন কেউ শুনে না কারো আহাজারি।


এই সমাজের সেই দুঃসাহসী বীর সন্তানেরা আজ আর নেই যেন কেউ,

তাদেরকে তারিয়ে বেড়ায় গণতন্ত্রের মুখস পরা হিংস্র কুকুরের ঘেউ ঘেউ।


ঐ মুখস খুলতে হবে, ভাঙতে হবে ঐ কুকুর গুলোর

বিষাক্ত দাঁত,

নিরবে নিভৃতে সইবোন আর কোন অত্যাচারী জালীমদের আঘাত।


এই সমাজটা হয়ে গেছে অপরাধে অপরাধে একটা কালো আঁধার রাত,

পেতে হলে আলোকিত সমাজ করতে হবে হাতে হাত রেখে প্রতিবাদ।


আমরা জাগলে রাত পোহাবে আসবে আবার দুয়ারে আলোকিত প্রভাত,

জাগো জাগো বীর সন্তান তোল তোল তোমাদের বত্রিশ কোটি হাত।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান