মন ভেঙ না

 খাদিজা বেগম 


আমি তোমায় দিলাম প্রিয়

এই হৃদয়ের সাদা পাতা,

তোমার মত লিখে নিও

তোমার মনে চাইবে যা যা।


আমি তোমায় দিলাম প্রিয়

সুরভিত পুষ্প বাগান,

তোমার মত ফুল তুলিও

যতখুশি নিও তার ঘ্রাণ।


আমি তোমায় দিলাম প্রিয়

চপল কাঁচের প্রণয় ছাতা,

সেথায় দু'জন আড়াল হবো

দূর করিব সকল ব্যাথা।


আমি তোমায় দিলাম প্রিয়

আমার প্রেমের অতল সাগর,

ডুবে ডুবে সাঁতার কেটো

কেউ না যেন দেখে নাগর।


আমি তোমায় দিলাম প্রিয়

ভালবাসার কোমল কাঁথা,

মান অভিমান ভেঙ্গে দিয়ে

হবে আমার প্রণয় দাতা।


আমি তোমায় দিলাম প্রিয়

কানায় কানায় সুখ ভরা নাও,

যেমন খুশী যখন খুশী

তোমার মনের মতো চালাও।


আমি তোমায় দিলাম প্রিয়

আমার বাঁধ ভাঙা হাসি,

এই হাসিটার যত্ন নিও

যায়না যেন কান্নায় ভাসি।


আমি তোমায় দিলাম প্রিয়

এক ফোঁটা প্রেম পদ্ধ পাতা,

অবহেলায় ফেলে দিয়ে

দিওনা গো আমায় ব্যাথা।


আমি তোমায় দিলাম প্রিয়

আমার মনের গোপন চাবি,

 তুমি আমার মন ভেঙে না

তোমার কাছে একটাই দাবি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান