ছোট্ট একটা জীবন
খাদিজা বেগম
বড় বড় কষ্টে গড়া
আমার ছোট্ট একটা জীবন,
কষ্টের ভারে অচল আমি
পাই না বেঁচে থাকার কারণ।
ব্যথার পাহাড় ধরে না আর
দুই নয়নে ঝরে শ্রাবণ,
জীবন আমার ভাল্লাগেনা
ভালো হতো হলে মরণ।
আদর সোহাগ পেলাম না তো
আমি পেলাম শুধু শাসন,
খাঁচায় পোষা পাখির মত
আমার বন্দী থাকার জীবন।
ভাগ্য আমার বিপক্ষে আজ
তাই তো সুখী হতে বারণ,
দুঃখী হতে পারব না তাই
পরেছি সুখের আবরণ।
হাসিমুখের আবরণে
হয় ক্ষত মণ রক্তক্ষরণ,
তবু চলে যাই সম্মুখে
হাসিমুখে বাড়াই চরণ।
মৃত্যু বুঝি শত্রু আমার
তাই করেনা দাওয়াত গ্ৰহণ।
মুক্তি দেয় না আমারে সে
করেনা এ জীবন হরণ।।
Comments
Post a Comment