হে আমার চোখ
খাদিজা বেগম
হে আমার চোখ তুমি কি মহান আল্লাহকে দেখতে চাও?।
তবে দেখোনা আর অশালীন দৃশ্য,এখনি চোখ ফিরাও।
হে আমার কর্ণ তুমি কি শুনতে চাও না,আল্লাহর সালাম?
তবে এখন থেকেই শোন আল্লাহর পবিত্র কালাম।
হে আমার হাত তুমি কি ধরতে চাও অসীম সুন্দর হুর,
তবে অপবিত্র কাজ কর্ম থেকে এখনি হতে হবে দূর।
হে আমার মুখ তুমি কি খেতে চাও না জান্নাতের খাবার?
তবে মিথ্যে বলবনা আর, সত্যবাদী হতেই হবে এবার।
হে আমার হৃদয় অনুভব কর জাহান্নামের অগ্নি কষ্ট,
তবে আর তোমায় কোন লালসায় করিবেনা পথভ্রষ্ট।
হে আমার মন এক আল্লাহ্ ছাড়া বাঁচানোর নাই তো কেহ,
তবে কোন কষ্ট থেকে বাঁচতে,অপবিত্র করোছো এ দেহ?
Comments
Post a Comment