সম্পর্ক
খাদিজা বেগম
ঘুমের ঘোরে দেখা স্বপ্নটা,ঘুম ভাঙলেই ভাঙ্গে সাথে সাথে,
পানি ভর্তি গ্লাস ভেঙ্গে গেলে, পানি আর থাকেনা তাহাতে।
যদি কেউ কারো বিশ্বাস ভাঙে, সাথে ভাঙ্গে সে কোমল মন,
নিরবে নিরবে ক্ষত করে হৃদয়ে করে রক্ত ক্ষরণ ।
আলোকিত পৃথীবি আঁধার হয় কলুষিত কালো মেঘে মেঘে,
নিঃশ্বাস বন্ধ হয়ে যায়যায় বিশ্বাস ঘাতকের আবেগে।
দু'জনের সম্পর্কটা ভাঙ্গে যদি একজনে রাখতে না চায়,
দু'জন মিলে গড়ে সম্পর্ক ভাঙ্গে একজনের অবহেলায়।
একা একা সম্পর্কটা ভাঙা গেলেও টিকিয়ে রাখা দায়,
সম্পর্ক পুষে রাখার জন্য খুঁজলে পাবে হাজারো উপায়।
মাটির শরীর মিশে যাবে ঐ মাটিতে রবে কর্মফল,
সুখের নেশায় ডুবে থেকে অন্যকে দিওনা অশ্রুজল।
যে জন নিজ স্বার্থ ত্যাগিয়া অন্য জনারে রাখিবে সুখে,
সুখে অভাব হবেনা তার ডুবে থেকেও হাজার দুঃখে।
Comments
Post a Comment