তুমি আর নেই আমার

খাদিজা বেগম


 যেই দিন শুনেছি তুমি আর নেই আমার

হয়ে গেছো অন্য কারো এখন,

জীবনের মাঝ পথে একা ফেলে গেছ

এই আমাকে নেই আর প্রয়োজন।


সেই দিন থেকে একটা ব্যথার পাহাড় 

আমার উপর চড়ে বসেছে,

ব্যথার চাপে চাপে পাঁজরের হাড় ভেঙে

আমার অশ্রুতে বুক ভেসেছে।


অদেখা আগনে পুড়ে যাই না দেখা কষ্টে

কষ্টে অদেখা ক্ষত রক্তাক্ত,

ঝড়ো হাওয়ার মতো উড়ে গেছে আমার

জীবনের সব আশা।


তোমারি কারণে আমার হৃদয় ভেঙ্গে 

হয়ে গেছে টুকরো টুকরো পাথর,

সতেজ দেহটা হয়ে গেছে নিথর

এখন মৃত্যু যন্ত্রণাতে কাতর।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান