একটি নজর

খাদিজা বেগম


তোমায় একটি নজর দেখার জন্য

আকলি বকলি করে দু'নয়ন,

তোমার একটু ছোঁয়া পাবার জন্য

অপেক্ষায় থাকি সারাক্ষণ।


তোমার একটি কথা শোনার জন্য

প্রতিক্ষার প্রহর গুনতে থাকে কর্ণ,

তোমার কাছে আমার যেন সকল

 আত্মমর্যাদাবোধ চূর্ণ বিচূর্ণ।


আমার মনটা আর নেই তো আমার

সারাক্ষণ শুধু তোমার কথাই বলে,

তোমার কাছে যাবার বায়না ধরে

নানান রকম অজুহাতে ছলে।


জানিনা তুমি কি জাদু জানো,কি দয়ে

আমায় কাছে টানো ও মায়াবিনী?

তোমাকে চেয়েছি তোমাকেই পেয়েছি

তবুও যে তোমাকেই চাইবো প্রতিদিনই।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান