আয়রে আয়
খাদিজা বেগম
আয়রে আয় আয় মন তোরে চায়
আয় আয় আয়রে বন্ধু আয়,
তোরে ছাড়া বেঁচে থাকার
খুঁজে পাই না তো উপায়।।
দিবারাত্রি তোরে ডাকি
আয় আয় আয়রে বন্ধু আয়,
তোর বিরহে জ্বলে আগুন
বিরহিণীর কলিজায়।।
জেগে ডাকি ঘুমে ডাকি
আয় আয় আয়রে বন্ধু আয়,
এবার এলে রাখবো ধরে
তোরে দেব না বিদায়।।
সকাল বিকাল তোরে ডাকি
আয় আয় আয়রে বন্ধু আয়,
একটি পলক দেখবো তোরে
আমার আঁখি জ্বলে যায়।
Comments
Post a Comment