তোমার পায়ে
খাদিজা বেগম
তোমার পায়ে পাড়া দিয়ে
ঝগড়া করতে আনন্দ পাই,
ঝগড়া করি তোমার সাথে
অকারণে আর অযথাই।
তোমার চামে চিমটি কেটে
আমি অপার সুখের হারাই,
বারে বারে তাই তো আমি
তোমার পানে দু'হাত বাড়াই।
তুমি যখন যাও গো রেগে
আমি হেসে হেসে লুটোই,
রেগে মেগে আগুন হলে
প্রেমের জলে পদ্ম ফুটাই।
তুমি যখন না না বলো
তখন একটু জোর খাটাই,
ঘুড়ির মতো ঘুরলে তুমি
বস করিতে আমি নাটাই।
অভিমানী মনের বোমা
প্রনায় রিমোট টিপে ফাটাই,
বায়না ভাড়া চার্ট খানি তার
একে একে সবই মিটাই।
পাহাড় সমান মনটা তোমার
ভালোবাসা দিয়ে নারাই,
যখন তুমি বেশামাল হও
সামাল দিতে দু'হাত বাড়াই।
তুমি আমি কখনো এক
কখনো বা ভিন্ন লড়াই,
কখনো এক মোহনাতে
এসে ভালোবেসে জরাই।
থামবে না আর থামবে না গো
টক, মিষ্টি, ঝাল, তিক্ত লড়াই,
তুমি ছাড়া নাই কেহ নাই
যার কাছেতে পাবো গো ঠাই।
অহংকারী এই মন আমার
করে যদি মিথ্যে বড়াই,
থাকবে সে তার মত করে
ভালো থাকবে তোমায় ছাড়াই।
সেই অহংকার ভেঙে দিয়ে
আমায় বেঁধে রেখ আটকাই,
প্রয়োজনে রেখ আমায়
তোমার কাছে বেঁধে লটকাই।
তোমায় ছাড়া বাঁচবো না গো
হবো তোমার বিরহে ছাই,
তোমার প্রাণে প্রাণ মিশেছে
ভিন্ন হবার আর উপায় নাই।।
Comments
Post a Comment