মুখের কথা

 খাদিজা বেগম


কারো কারো মুখের কথা সাপের চেয়ে হয় বিষাক্ত,

বিষিয়ে দেয় প্রফুল্ল মন হৃদয়টা করে রক্তাক্ত।


মানব মুখে যেন কোন সাপের কণ্ঠ থাকে যুক্ত,

এক কথাতেই করে দেবে অসহায় এর অন্তর্ভুক্ত।


আগুনের চেয়েও জ্বলন্ত, বুলেটের চেয়েও শক্ত,

বুক ভরা অগ্নি লাভা স্বার্থের লোভে থাকে মত্ত।


কথায় তাপে দগ্ধ করে সরল সহজ মানুষের মন,

বাক বুলেটে হত্যা করে দেহ রেখে ভিতরের প্রাণ।


কথায় চেয়ে চেঁচামেচি নোংরা মুখে অতিরিক্ত,

হাসি খুশি ছাই করিয়া দু'চোখ করে অশ্রুসিক্ত।


তীরের চেয়েও তীক্ষ্ণ,তলোয়ারের চেয়েও ধারাল,

মানুষ হয়ে জন্ম নিয়েও তার মনুষ্যত্ব হারাল।


হিংস্র পশুর মত যেনো কথা দিয়ে মারে থাবা,

তার কাছে নাই শ্রদ্ধা, সম্মান, মানে না সে তার মা, বাবা।


রক্তের বন্ধন প্রিয় ভাই, বোন সেখানেও নাই কোনো মায়া,

আচার ব্যবহার পশুর মত শুধু দেখতে মানব কায়া।


সেই মুখ যদি হয় কারো প্রাণের প্রিয়জনের মুখ

কথার তীরে ঝাঁঝরা করে আপন জনের বুক।


অশ্লীল ভাষা ত্যক করে শালীন ভাষায় করি ব্যাক্ত,

মুখে তুলে নেই না যেনো কোনো নোংরা পরিত্যক্ত।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান