বাঁচাতে হবে
খাদিজা বেগম
কার তরে কেঁদে কেঁদে তুমি যাচ্ছ অশ্রুতে ভাসিয়া,
সে তো আসবে না আর আসবে না দেখবে না আর আসিয়া।
তাহার চেয়ে অধিক ভাল তার কথা যাও ভুলিয়া,
হাসি খুশিতে নাচো গাও তুমি ঐ মনের দুয়ার খুলিয়া।
একটি বৃক্ষে ফুটে কত ফুল আবার যায় ঝড়িয়া,
তাই বলে কি না ফুটিয়ে ফুল ঐ বৃক্ষ যায় মরিয়া?
মনের আশা ভাঙ্গে ভাঙ্গুক,তবু বাঁধ তুমি বুক,
বাঁচাতে হবে হাসি নিয়ে মুখে ভুলে গিয়ে সব দুখ।
Comments
Post a Comment