খুঁজি তোরে
খাদিজা বেগম
বারেবারে খুঁজি তোরে
তবু খুঁজে পাই না,
ফের ফিরে আয় তোকে ছাড়া
আমি কিছু চাই না।
তোকে ছাড়া আমার জীবন
এখন আর চলে না,
কন্ঠ আমার থেমে থাকে
কিছুই তো বলে না।
আমার রাত-দিন সব একাকার
ভোরের রবি ওঠে না,
ফুলের বাগান জঙ্গল এখন
আর কোন ফুল ফোটে না ।
এ জীবন জড় বস্তুর মতন
কোন অনুভূতি নাই,
ঘুরে ফিরে একটি চাওয়া
ফের আমি তোরে চাই।
আর একটা দিন থাকলে দূরে
যাব আমি হারিয়ে,
কাছে এসে ভালবেসে
রাখ আমায় জড়িয়ে।
Comments
Post a Comment