তেমনি আছি
খাদিজা বেগম
কেন যে আমি তোমাকে এতো ভালোবাসিলাম?
সুখের দামে দুঃখ কিনে অশ্রুতে ভাসিলাম ।
বারে বারে আজ আমার এই শুধুই মনে হয়
তোমায় দেখার আগেই বুঝি আমি ভালো ছিলাম।
তোমাকে ভালোবাসতে বাসতে আমি একি করিলাম?
নিজেকে তো নিজেই, মৃত্যুর মুখে ঠেলে দিলাম।
স্বার্থের বাজারে নিঃস্বার্থ ভালোবাসা কেঁদে মরে
কি এমন সুখ পেয়েছ আমাকে নিঃস্ব করে ?
আমার চেয়েও তোমাকেই ভালবেসে ছিলাম
তাই বুঝি আমার ভালবাসা হয়েছে নিলাম!
কিসের আশায় এমন করে বদলে গেলে তুমি?
সুখে ভরা এ বুক আমার করলে মরুভূমি।
সময়ের সাথে সাথে পারিনি তো বদলে যেতে
এখনো তেমনি আছি আগে যেমন ছিলাম।
Comments
Post a Comment