মানুষ মরণশীল

 খাদিজা বেগম


মানুষ মরণশীল, মানুষ পচনশীল নোংরা,

এবং মানুষ অদৃশ্য, তবুও তা বুঝতে চাই না আমরা।


তবুও গুটিয়ে রাখি, সহযোগীতার দুটি হাত,

নোংরা কর্মে আনন্দ পাই, সহযে করে যাই অপরাধ।


তবুও ভাবিনা কভু, কেন জাগে না অনুশোচনা?

কেন ভাল কাজে মন বসে না আসেনা প্রেরণা?


গাড়ি,বাড়ি জমিদারি তাহা জন্ম সুত্রে পাওয়া যায়,

টাকা হলে লেখা যায় নিজ নামটি ধনীর তালিকায়।


সুন্দর চরিত্র আর পরোপকারী মানুষিকতা,

ধীরে ধীরে নিতে হবে নিজেকে অর্জন করিয়া তা।


মানুষ মরার আগে কারো যেন এমন না হয়!

তীব্র লোভ-লালসার কারণে বিবেক মরে যায়।


স্বার্থপরতার জন্য অবিচারের গন্ধ ছড়ায়,

দূরনীতির বাঁধ গড়ে সৎ উন্নয়নের ধারায়।


কেহ অদৃশ্য হবার আগে যেন অদৃশ্য হয় না,

তাহার ধৈর্য্য ক্ষমতা আর ক্ষমা করার ক্ষমতা।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান