শূন্য বাড়ি
খাদিজা বেগম
আমি তোমার শূন্য বাড়ি সাজিয়ে নিও তোমার মত,
গুছিয়ে রেখে আমার তুমি ভালবেসে পাগলের মত।
জনম জনম রাখিবো তোমার আমি আমার ভিতর,
খুব যতনে রাখিবো আদরে যেখানে থাকে আমার অন্তর।
কখনো দিবো না তোমায় একটু খানি ব্যথা,
বলবো না কোন দিন তোমায় কোন কঠিন কথা।
তোমার সুখেই আমি সুখ সাগরে ভাসবো
ততই যত্ন নিবে ততই তোমায় ভালো বাসবো।
যদি রাখ আমায় তুমি অযতনে অবহেলায়
চোখের জলে ভেসে যাব না ফেরার ভেলায়।
Comments
Post a Comment