ভিন্ন ভিন্ন রাত
খাদিজা বেগম
একই রাত জায়গা, কাল, পাত্র ভেদে হয়ে যায় ভিন্ন ভিন্ন
কেউবা ঘুমে বিভোর আবার কেউবা ঘুম থেকে বিছিন্ন।
কারো রাত কাটে প্রেম করে মনের মানুষ নিয়ে সাথে,
কারো বিরহ অনলে দেহ, মন জ্বলে পুড়ে যায় রাতে।
কারো কাছে মরন যন্ত্রণা আসে শব্দ হীন চুপে চুপে,
একই রাত এক একজনের কাছে আসে এক এক রুপে।
কেহ রাত্রি জেগে জেগে করে মহান আল্লাহর ইবাদাত,
কেউ বিভোর হয়ে ঘুমিয়ে কাটায় আরামে সারা রাত।
কেউ করে চুরি ডাকাতি আর কেউবা চোর ডাকাত তাড়ায়,
কেউ করে গুম,খুন, ধর্ষণ কেউ বা থাকে কারো পাহারায়।
কেউ ড্যান্স করে ডিস্কো ক্লাবে নানান নেশা করিয়া পান,
কেউ একমুঠো ভাতের লাগিয়া নিরবে দেয় অমূল্য প্রাণ।
কেউ করে ষড়যন্ত্র আবার কেউ কেউ ষড়যন্ত্রের শিকার,
লাঞ্ছিত, বঞ্চিত মানুষের রাত ভর শুধু হাহাকার ।
যাদের হাতে থাকে সুরক্ষিত সকলের অর্থ,জান,মাল,
সারা রাত জেগে জেগে তারা লুটপাট করেছে চিরকাল।
Comments
Post a Comment