ভুল আর ভুল
খাদিজা বেগম
আমি কোন ভুল করতে চাইনা
আর ভুল করতে চাইনা,
তবু কেন আমি ভুল থেকে
কখনো নিস্তার পাইনা।
আমার হাতের লেখা ভুল
দু চোখের দেখা ভুল,
চিন্তা-চেতনায় আছে ভুল
শুধু ভুল আর ভুল।।
ঘুরেফিরে আমি বারে বার
ভুল করে যাই আবার,
ভুল পথে খুঁজে বেড়াই আমি
সঠিক পথ আমার।।
চরণে চরণে চলি ভুল
দুই কানের শোনা ভুল,
ভুলের সাগরে ডুবে আছি
পাইনা খুঁজে কোন কূল।।
ভুল মানুষকে বেসেছি ভালো
আমি ভাবিয়া সঠিক,
আমি কি দিয়ে দেই সেই মাশুল
ভেবে ভেবে পাই না দিক।
ভুল থেকে বারে বার শিখি
তবু নেই তার প্রয়োগ,
আয়নার সামনে দাঁড়িয়ে তাই
জানাই ক্ষিপ্ত অভিযোগ।
দুই চোখ থেকেও যেন অন্ধ
দেখতে পাই না ভাল মন্দ,
আমি কাটিয়ে উঠতে পারিনা
ভুল সঠিকের দ্বন্দ্ব।।
নিজের কাছে নিজেকে লাগে
মস্তবড় অপরাধী,
ভেসে যায় অনুতপ্ত চোখ
নিরবে নিভৃতে কাঁদি।।
Comments
Post a Comment