বিজয়
খাদিজা বেগম
মনের ব্যাথায় ছেয়ে গেছে
আমার সারা দেহ,
তুমি ছাড়া বুঝবেনা আর
আমার ব্যাথা কেহ।
দুই নয়নে আঁধার দেখি
ফিরিয়ে দাও আলো,
ও গো আমার মনের মালিক
মনটা রাখো ভালো,
জীবন চলে তাহার মত
আমি পাই না গতি,
তুমি চাইলে মিটে যাবে
আমার সকল ক্ষতি।
হাজার দুঃখ সুখ হয়ে যায়
নেই তাতে সন্দেহ,
ব্যাথার মাঝে পাই যখনই
তোমারি স্নেহ।
আমার জন্য ছুটে আসা
ব্যঙ্গ আর তিরস্কার,
তুমি চাইলে হতে পারে
মুল্যবান পুরষ্কার।
আমার চাওয়ায় কি আসে যায়
তোমার চাওয়ায় সব হয়,
তুমি চাইলেই আমি হবো
জীবন যুদ্ধে বিজয়।।
Comments
Post a Comment