বাঁচার জন্য আত্মহত্যা

খাদিজা বেগম


স্বাধীন পুরুষ ব্যবসা করে

চালায় তারা পতিতা লয়,

বন্দী নারী পণ্য তাতে

সভ্য সমাজ নীরবে রয়।


আমি নারী পুরুষ অধীন

তাই তো বুঝি পতিতা আজ,

বেশ্যা বলে খানকি বলে

বলে কতো কি এ সমাজ।


পত্নী রাখে মাথায় তুলে

রবের পরে পতির স্থান,

সেই পতি যায় পতিতা লয়

ধ্বংস করে নিজের সম্মান।


সীমালংঘন করে ওরা

হায়না হয়ে ঝাঁপিয়ে পড়ে,

বিষাক্ত সাপ হয়ে ওরা

বিষ দাঁত বসায় ঝরিয়ে ধরে।


যৌন ক্ষুধায় রাক্ষস ওরা

নারী শিশু করে শিকার,

মানবতা ধ্বংস করে

কেরে নিয়ে যায় অধিকার।


মুনাফিকের কর্ম হলে

আমানতের খিয়ানত হয়,

লাগামহীন আজ মোদের সমাজ

একেই বলে সভ্যতার জয়।


পতি নারীর রক্ষাকারী

বলেছে ঐ হাদীস কুরআন,

সেই পতি আজ রাক্ষস হয়ে

কেড়ে নেয় যে নারীদের মান।


দেখেও যেন দেখে না কেউ

এই সমাজের অধঃপতন,

শুনেও যেন শুনে না কেউ

সমাজ যেন আজ অচেতন


অন্ধ মোদের সমাজ পতি

বধির যেন সকল জ্ঞানী ,

মাংসখেকো পশু গুলো

ঝরায় নারীর চোখের পানি। 


রক্ষিতা কয় ধর্ষিতা কয়

কলঙ্কিনী আর অসতী ,

পুরুষ নামে পশু ওরা

জাহান্নামে ওদের গতি।


হে বিধাতা সাক্ষী তুমি

কোথায় নেই নিরাপত্তা,

সম্ভব হলে করতো নারী

বাঁচার জন্য আত্মহত্যা।


((আমার ভাইয়েরা আমার উপর রাগ করবেন না।

আমি আপনাদের বোন, কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি, কেউ যেন আর কষ্ট না পায় কারো ব্যবহারে,

আমরা সকলে একটু সচেতন হলেই সমাজটা সুন্দর হতো।))

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান