হঠাৎ করে

খাদিজা বেগম


এলো হঠাৎ করে ভালবাসার ঘরে

বিশ্বাসঘাতকতা নামের তীব্র বজ্র বন্না,

ভেসে গেলো মায়া মমতা আর বিশ্বাস

রয়ে গেলো অব শেষে দু'চোখের কান্না।


ভালবাসা হলো দুঃখ বেদনার স্মৃতি

বেরিয়ে এলো তার দুর্গন্ধময় রুপ,

থমকে দাঁড়ালো আমার সুন্দর পৃথিবী

ভাষা হারিয়ে কন্ঠ নালি রয়েছে  চুপ। 


কার কাছে যাবো কে করবে এর বিচার?

আমার মনের মানুষ ভেঙেছে মন,

পরের চেয়ে যেপর হয়েছে সে এখন

যে ছিল আপনার চেয়েও আপনজন।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান