বলবো না
খাদিজা বেগম
আমার অনেক ভয় লাগে ।
সংসদ ভরা সন্ত্রাসীতে,
না না সে কথা আর বলবো না
আমি মরিতে চাই না ফাঁসিতে।
মোদের বেতনভুক্ত হয়েও
পুলিশ সন্ত্রাসীদের দাস,
না না সে কথা আমি বলবো না
আমি হতে পারবো না যে লাশ।
দুর্নীতি গতি বিদ্যুৎ গতি
ঢিমা দুদকের অভিযান
না না সে কথা আমি বলবো না
আমি পারবো না হারাতে প্রাণ।
শত্রুর ভয়ে কাঁপে থরোথর
জোয়ান নামের কুঁজো বৃদ্ধ,
না না সে কথা আমি বলবো না
আমি হতে চাই না গুলি বিদ্ধ।
অন্ধ উকিল বিচারপতি মিলে
আদালতে কানামাছি খেলে,
না না সে কথা আমি বলবো না
আমি যেতে পারবোনা তো জেলে।
দেশমাতৃকার সেবা ভুলেছে
চোরের চরণ চাটা আমলা,
না না সে কথা আমি বলবো না
আমি ভয় পাই ওদের হামলা।
Comments
Post a Comment