আল্লাহ্ দয়াময়

 আর কেউ না জানুক তুমি তো জানো

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

কতো দুঃখ, কতো কষ্ট, কতো যন্ত্রণার

আগুনে পুড়ে পুড়ে জ্বলে হৃদয়।


এ পৃথিবীর ফেতনা ফ্যাসাদ হতে বাঁচাও

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

তোমার করুনার চাদরে জড়িয়ে রেখে

তুমি দাও আমাকে আশ্রয়।


আর কেউ না শুনুন তুমি তো শোনো

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

আমার হৃদয় ভাঙা কান্নার আওয়াজ

থামিয়ে দাও ওগো স্নেহময়।


রক্ষাকর আমায় তুমি বিশ্বাসঘাতক হতে

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

বিশ্বাস ঘাতকের বিষ দেখা যায় না চোখে

ক্ষয় করে দেয় অবুঝ হৃদয়।


দয়া চাই, ক্ষমা চাই, চাই তোমার করুন

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

আমার এ কঠিন জীবন সহজ করে দাও

আমার সাথী হয়ে থেকো সবসময়।


আমায় একা ছেড়ে দিওনা এই পৃথিবীতে

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

আমায় ভুল পথে নিয়ে যাবে ঐ শয়তান

ভুলিয়ে দেবে নিজের পরিচয়।


আমি তোমার দাসী, তুমি আমার মালিক

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

কখনো ভুলে যাই না যেন আমি এই কথাটি

আমার যেন কভু ভুল না হয়।


হিংসা, অহংকার, ক্রোধ দূর করে দাও

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

তোমার আদেশ নিষেধের পবিত্র দেয়ালে

আমাকে বন্দী রেখো সবসময়।


শক্তি দাও, সাহস দাও, দাও ঈমানি হিম্মত

ওগো আমার আল্লাহ্ দয়াময়,

সৎ পথে চলতে, আর সঠিক কথা বলতে

আমার হয় না যেন কোন ভয়।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান