বাংলাদেশ

খাদিজা বেগম


বাংলাদেশ প্রিয় বাংলাদেশ

আমার সোনার বাংলাদেশ,

তুমি আছো তুমি রবে সাদা

কভু তোমার হবেনা শেষ।


নয় মাস ধরে যুদ্ধ করে

জয় করেছি এই বাংলাদেশ,

চলবে না আর তোমার প্রতি

কারো জুলুম কারো আদেশ।


বাংলাদেশ প্রিয় বাংলাদেশ

তুমি যে আমার ভালোবাসা,

তোমাকে কত যে ভালোবসি

সেকথা বোঝাবার নাই ভাষা।


বাংলাদেশ প্রিয় বাংলাদেশ

লাখো শহীদের বাংলাদেশ,

রক্ত সাগরে কেন এই দেশে 

আজ আর নাই কোন ক্লেশ।


16 ই ডিসেম্বর এই দিনে

1971 সালে,

একটি ফুল হয়ে ফুটে ছিলে

পৃথিবী নামের বৃক্ষ ডালে।


বাংলাদেশ প্রিয় বাংলাদেশ

প্রাণ দিয়ে কেনা বাংলাদেশ,

যত দূরে যাই তবুও পাই

মনে মনে তোমার আবেশ।


তোমায় ছেড়ে যেতে চাই না তো

 কোথায়ও পাই না এতো আয়েস,

মরিয়া গিয়া থাকিবো শুইয়া

তোমার বুকে করবো প্রবেশ।















Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান