ব্যাথা
খাদিজা বেগম
এই বুকেতে এত ব্যথা
বোঝানোর নেই কোন ভাষা,
শ্বাস-নিঃশ্বাসে তীব্র কষ্ট
আমার কঠিন হলো বাঁচা।।
সব দিয়েছি আশায় আশায়
পাবো বলে ভালোবাসা,
সব নিয়া সে নাই হয়েছে
ছাই হয়েছে আমার আশা।।
চোখের জলে ডুবে থাকি
তবু জাগে প্রেম পিপাসা,
সূর্যের আলোয় আঁধার দেখি
চৈত্র দেখি ঘোর কুয়াশা ।।
মন নিয়ে সে মন দিল না
করিল সে খেল তামাশা,
তার পায়েতে পিসাল সে
আমার নিষ্পাপ ভালবাসা।।
মরার আগে পাইলে তারে
একবার করিতাম জিজ্ঞাসা,
কেমন করে ভুলবো তারে
ছাড়বো তারে পাবার আশা?
Comments
Post a Comment