চোখের পাতায়
খাদিজা বেগম
বইয়ের পাতায়, কাগজের খাতায় ছাড়াও
আরো কিছু লেখা ছিল চোখের পাতায়,
যে লেখা লিখা যায় না তো কোন কলমে
যে কথা বলা যায় না তো কোন ভাষায়।
দু'আঁখি পাতে লিখেছি যার জন্য আমি
সেই তো অন্ধ অন্য কারো ভালোবাসায়।
সেই কথা গুলো গুমরে গুমরে কাঁদে আর
পুষ্পের মত ঝরে পড়ে বিষাদ নিরাশায় ,
বুঝে না অবুঝ মন ঝর্না হয়ে ঝরে নয়ন
কোন ভুলের মাশুলে এ বুক ভেসে যায়?
যে বুঝল না আবেগ মাখানো ভালবাসা
কেনো এ মন তাঁরেই পাগলের মত চায়?
কাঁদতে চাই না আমি তবুও অশ্রু ঝরে
নির্ঘুম আঁখি জানি না কোন আশায়,
ভুলতে চাই তারে আমি তবুও মনে পরে
সত্যি সত্যি কষ্ট পেলাম মিথ্যা ভালবাসায়।
Comments
Post a Comment