ঠাই দাও
খাদিজা বেগম
এক পা দুই পা করে করে
আজ এসেছি তোমার দ্বারে,
ফিরাইও না তাড়াইওনা
একটু ঠাই দাও গো আমারে।।
খোলো খোলো প্রেমেরি দ্বার
রাখিও না আর বাহিরে,
কত শত দিন রজনী
আমি খুজেছি তোমারে।।
তোল তোল তুলিয়া লও
আমায় তোমার মন মাজারে,
সেথায় বসে জুরাবো প্রাণ
বলবো কথা ঠারে ঠারে।।
তোমায় ছাড়া বাঁচবো না আর
হারাবো ঘোর অন্ধকারে,
ভালোবেসে বাঁচাও বন্ধু
তুমি বাঁচাও গো আমারে।।
Comments
Post a Comment