বাবা


খাদিজা বেগম


‌আমার প্রাণের বাবা, তুমি চলে যেওনা 

বাবা আমায় রেখে তুমি চলে যেওনা,

যেতেই যদি হয়  আমায় নিয়ে যেও

তবুও আমাকে এতিম করে যেওনা।


যদি ভেঙে যায় আমার কোমল হৃদয়

তীব্র গতিতে এসে দুঃখ যন্ত্রণার ঢেউ,

বাবা তোমার মতো এতটা যত্ন করে 

আমার এ হৃদয় জোড়া লাগাবেনা কেউ।


বাবা, আমার বিপদের কথা শুনে

তোমার মতো করে কেউ আসবে না ছুটে,

আমার বেদনা গুলো আর কেউ নিবে না

বাবা, তোমার মতো করে দু'হাতে লুটে।


বাবা, আমার অসুখ বিসুখ হলেও

তোমার মতো কেউ আমায় করবে না দোয়া,

দিবানিশি আমার মাথার কাছে বসে

কেউ দিবে না তো আর পরম সুখের ছোঁয়া।


বাবা তুমি ছাড়া নেই তো আর কোন বন্ধু

যার কাছে বলবো এ মনের কথা খুলে,

যার শান্তনার বানি শুনে শুনে আমি

আমার মনের দুঃখ কষ্ট যাবো ভুলে।


চোখ খুলে চেয়ে দেখ,ও আমার বাবা

তোমার ছোঁয়া পেতে কাঁদছে তোমার খুকি ,

দু'চোখ ঘুমায় না, কান দুটো ও জেগে

তোমার কথা শুনতে দিচ্ছে উঁকি ঝুঁকি।


একটি কথা বলো বাবা, একটি কথা বলো

তোমার কথা আমার বাঁচার প্রেরণা,

তোমায় ছাড়া একটি দিনও বাঁচতে পারবোনা

বাবা তুমি আমাকে ছেড়ে যেওনা।


বাবা তুমি ছাড়া আর তো কেউ নেই আমার

যে মুছিয়ে দেবে আমার চোখের জল,

দু' হাতে আদর করে বুকে নিয়ে বলবে 

কি হয়েছে মা আমার? আমায় খুলে বল।


ও বাবা গো, তুমি আমার  চোখে দেখা 

সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ মহা মানব,

ও বাবা গো, তুমি আমার সেরা উপহার

যা আমাকে দান করেছে দয়ালু রব।


আমার জীবন চলার দুর্গম পথে

যতই আসে অগ্নি লাভার মতো যন্ত্রনা,

যন্ত্রনা গুলো সুখে পরিনত হয়ে যায়

যখনি শুনতে পাই তোমার শান্তনা।


বাবা, কার কাছে করবো প্রকাশ আমি

আমার সকল প্রযোনীয় মতামত,

বাবা, কার হাতটি ধরে হাঁটব আমি

কি করে পার হবো এ জীবনের পথ?


বাবা, আমি তোমার ঘারের সিংহাসনে

তোমার মাথা ধরে বসে থাকা ছোট্ট খুকি,

বাবা, আমায় ছেড়ে চলে যেওনা তুমি

আমি হয়ে যাব বড় অসহায় আর দুঃখি।


বাবা, আমি তোমায় অনেক ভালবাসি

তাই তো ভাসি দিবানিশি দু'নয়নের জলে,

চলে যেওনা, বাবা তুমি চলে যেওনা

আমাকে একলা ফেলে, বাবা যেওনা চলে!


বাবা, তুমি যদি আমার হাত না ধরো

আমি চলতে পারবোনা আর এ পৃথিবীতে,

ও বাবা গো, যদি তোমার চলে যেতেই হয় 

ভুল না যে আমাকে তোমার সঙ্গে নিতে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান