ভালবাসার সাগর

খাদিজা বেগম


সেদিন আমি দেখেছিলাম বেশ লুকিয়ে লুকিয়ে,

ঝোপঝাড়ের ঐ আড়াল থেকে পুকুর পানে ঝুঁকিয়ে।


পুকুর থেকে উঠলো জেগে ভালোবাসার সাগর,

নয়ন দুটি দেখিতে তার যেন ডাগর ডাগর।


তার নগরে ঘুরে এখন আমার মন পাগেলা,

আজ মনে হয় এতো সময় পরে নিজেকে একেলা।


মন হারিয়ে পুকুর ঘাটে তার সাগরে ভেসেছি,

কেমনে আমি বলিব তারে মনে মনে ভালো বেসেছি।


তার সাগরের তুফান ভারী চোট লেগেছে অন্তরে,

ভালোবাসার তরী আমার বেঁধেছি তার বন্দরে।


যেমন খুশি নিবে তেমন আমাকে ভালো বাসিয়া,

প্রেমের বদলে প্রেম দিবো গো খুব গোপনে আসিয়া।


বাসিলে ভালো জড়িয়ে রাখব ভালোবাসার চাদরে,

হৃদ মাঝারে রাখিবো তুলে আমার আদরে আদরে।


কদর করে আদর দেব অবহেলায় রাখবো না,

লক্ষী আমার সোনা ময়না ছাড়া তোমাকে ডাকবো না।


কথা দিলাম এই কথা আমি জীবন দিয়ে রাখিবো,

আমি তোমার শুধু তোমারই তো আজীবন থাকিবো।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান