আমার বাবা
খাদিজা বেগম
ও আমার বাবা, আমি তোমায় অনেক ভালবাসি,
এখনো তো এই দুটি চোখে ভাসে তোমার মুচকি হাসি।
চলতি পথে মনে হয় তুমি যেন আছো আমার সাথে,
অনুভবে পাই তোমার পবিত্র হাত আমার এই হাতে।
বাবা তোমার ডাক শুনিয়া আমার ঘুম ভেঙ্গে যায়,
নামাজ পড়ার জন্য যেন বাবা তুমি ডাকছো আমায়।
বাবা মাঝে মাঝে আমি তোমার নম্বারে দেই কল,
ও পাশ থেকে অন্য কন্ঠ শুনিয়া নয়নে নামে জল।
বাতাসে বাতাসে ভেসে আসে তোমার মুখের বাণী,
ক্ষণে ক্ষণে শুনি তোমার পবিত্র সেই চরণে ধ্বনি।
কলিং বেলের শব্দ পেলে কাজ ফেলে ছুটে যাই,
আমি দরজা খুলে চেয়ে দেখি বাবা তুমি আসো নাই ।
কতজনে আসে আর যায় শুধু দেখিনা তোমায়,
বাবা তোমার বিরহ আগুন জ্বলে এই কলিজায়।
অনেক কথা শোনার ছিলো কিছু বলারো ছিল বাকি,
না শোনার আর না বলার এই বেদনা কোথায় রাখি।
দু'হাতে নিলাম আমি তোমায় দিলাম না তো কিছু,
এই আফসোস টা কিছুতেই যেন ছাড়ে না আমার পিছু।
বাবা তোমায় নিয়ে কত স্বপ্ন ছিলো আমার মনে,
সেই স্বপ্নগুলো শ্রাবণ হয়ে অঝোরে ঝরে নয়নে।
বাবা তুমি আসবে না আর ফিরে আমার কাছে আবার,
তবুও তো এই মন চায় ছুঁয়ে দেখি তোমায় একবার।
বাবা তোমায় রেখেছি এই হৃদয়ের কাবাতে তুলে,
সেই তোমারে কেমন করে আমি থাকিবো বল ভুলে?
চোখের পাতা খুললে পাই না তোমায়, মুজলে দাও দেখা,
এতো মানুষ তবুও বাবা আমি তোমায় ছাড়া একা।
তোমার ঔরসে জন্ম নিয়ে এ পৃথিবীতে আসিয়া,
ধন্য হয়েছি, পূর্ন হয়েছি আমি তোমার লাগিয়া।
বাবা সেই আমি আজ তোমায় হারিয়ে হলেম নিঃস্ব,
তোমার অভাব পূরণ করতে পারবেনা কোন বিশ্ব।
বাবা তুমি ছিলে মহান আল্লাহ্ দেয়া শ্রেষ্ঠ উপহার,
বাবা তোমার মত এত আপন কেউ হবেনা আর।
কেউ না জানুক বাবা তুমি তো জানো আমি ভুলোমনা,
তোমায় হারিয়ে ভুলে ডুবেছে তোমার লক্ষীসোনা।
অনেক কিছু ভুলে গেলেও বাবা তোমায় ভুলি না,
ভুল করে ভুল করি কভু পাপের দরজা খুলি না।
বাবা তুমি ছিলে আমার শিক্ষক, আমার বিদ্যালয়,
তুমি আমায় শিখিয়ে ছিলে সহসা সত্য বলতে হয়।
বাবা বললে না তো সত্যবাদী কাঁদে বেশী হাসে কম,
তবুও সে থাকে খুশী অন্যের ক্ষতি করেনা একদম।
আমায় অনেক হাদীস শুনিয়েছ তোমার মুখে,
আমি যার উম্মত সেই নবীর ও কষ্ট ছিল বুকে।
সেই নবী কখনো দেখিনি তার পিতার মুখটি ছুঁয়ে,
তবুও ফুরায় না তোমার বিরহ অশ্রুতে ধুয়ে।
বাবা তুমি নেই তাই এখন নিজেকে নিজেই দেই শান্তনা,
তবুও জুড়াতে পারি না তোমার বিয়োগ যন্ত্রণা।
বাবা তোমায় হারিয়েছি আজ হয়েছে একমাস গত,
তবুও শুকায় নাই এই হৃদয়ের রক্ত ঝরা সেই ক্ষত।
Comments
Post a Comment