শিশু শ্রম

খাদিজা বেগম


পিতা নাইরে মাতা নাইরে, নাইরে রক্তের ভাই, বোন

ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে ছারখার আমার জীবন।


শিশু শ্রম বন্ধ এখন আইন মানে না আর পেটে

পায়ে পরি হাতে ধরি ভাত দাও দেবো গায়ে খেটে।


হাড় ভাঙ্গা পরিশ্রমে যায় দিন, রাত কাটে রাস্তায় রাস্তায়

দ্বারে দ্বারে ঘুরে ফিরে কাজ খুঁজি খুব সস্তায় সস্তায়।


মানুষের ভালবাসা পাই না, কুকুরের সাথে কাটে রোজ

এমন কেউ নেই আমার যে রাখবে একটুখানি খোঁজ।


বৃষ্টিতে ভিজি রোদে পুড়ি আর কেঁপে মরি শীতকালে

জানিনা আর কতো কষ্ট লেখা আছে মোর কপালে?

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান