অমূল্য

 খাদিজা বেগম


অমূল্য এই মানব জীবন

পেয়েও মন দাও না তার মূল্য,

আর কেউ নেই তো তোমার মত

তুমিই তোমার সমতুল্য।

জ্ঞানের চেয়ে নেই বড়ো ধন,

সেই জ্ঞান তোমার আনুকুল্য।


কেউ জানিনা কার কাছে আর

আছে বাকি কত সময়,

এসো সঠিক জীবন গড়ি

আর নয় সময়ের অপচয়,

ওরে ও মন ভুল না যে

তুমি নিজেই নিজের মূল্য।।


না চাইতেই যে দান করিলো

হাত, পায়ের কর্ম ক্ষমতা,

কারনে শ্রবণ, চোখের আলো

সুন্দর মুখের শালিন কথা।

ভুল না যে ওরে ও মন

তুমিই তোমার সমতুল্য।।


ভয় পেয়ে ভেঙ্গে পরে

শেষ হইয়ো না তিলে তিলে,

সাহস নিয়ে উঠে দাঁড়াও

দ্বিধা-দ্বন্দ্ব ভয় খাও গিলে।

হবেই হবে সফল তুমি

তোমার অপেক্ষায় সাফল্য।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান