ধোঁকা
খাদিজা বেগম
যুগ যুগ ধরে তুমি যার সমস্যার সমাধান দিলে,
হঠাৎ করে সেই বলে তুমি তার সমস্যাই ছিলে।
তখন তোমার মনে হবে শুধু মৃত্যুটা পেতে বাকি,
বিশ্বাস ঘাতকের খাঁচায় বন্দী ডানা কাটা পাখি।
মৃত্যুর আগে তোমার মুক্তি নেই, হে সরল মনা,
কাঁদতে কাঁদতে অন্ধ হবে ঘাঁ হবে চোখের কনা।
যদি সৎ সঙ্গী না হয় ,তবে একা থাকা ভাল
কাল সাপে ছোবলে তব হৃদয় হবেনা কালো।
হৃদয় পুড়ে পুড়ে যখন হয়ে যাবে কয়লার ছাই
তখন বুঝে নিবে তুমি বেশি দিন আর বন্দি নাই।
অবশেষে মুক্তি দেবে তোমাকে মাটির বিছানা,
ধোঁকার এ পৃথিবী ছেড়ে পাবে আসল ঠিকানা।
Comments
Post a Comment