তুমি চলে এসো
খাদিজা বেগম
যদি শূন্য শূন্য লাগে তোমার ঐ মন
আমাকে খুব কাছে পাবার জন্য,
তবে তুমি চলে এসো আমার কাছে
তোমার ছোঁয়াতে হবো আমি ধন্য।
যদি কোনো কাজে মন না বসে তোমার
উদাস হয়ে যাও তুমি আমার সরণে,
তবে তুমি চলে এসো আমার কাছে
আমি ও তো উদাসিনী তোমার কারণে।
যদি ঘুম না আসে আমার কথা ভেবে
অশ্রুর আসে তোমার দুই আঁখিতে,
তবে তুমি চলে এসো আমার কাছে
তোমাকে চাই আমার বুকে রাখিতে।
যদি একাকিত্বের যন্ত্রনাতে জ্বলে পুড়ে
আমার জন্য তোমার বুকের ভিতরে,
তবে তুমি চলে এসো আমার কাছে
আরো কাছে টেনে নেবো আদরে।
যদি কেমন কেমন করে তোমার মন
লেনা দেনা করিতে আমার সাথে,
তবে তুমি চলে এসো আমার কাছে
তোমার অপেক্ষায় জাগি প্রতি রাতে ।
Comments
Post a Comment