অবহেলার বন্দরে

খাদিজা বেগম


খুব যতনে একটি একটি করে

ফুল কুড়িয়ে নিয়ে এলাম ঘরে,

ফুল ভর্তি ফুলের ঝুড়িতে দেখি

একি কাঁটায় কাঁটায় আছে ভরে।


চোখে দেখাও হয়ে যায় পরিবর্তন

নিয়তি সদায় খেলে আমার নিয়ে,

সেই তো আমার মন ভেঙ্গে দিলো

যারে মনে রেখেছি ভালবাসা দিয়ে।


যারে বিশ্বাস করে সব দিয়েছিলাম

আমার বলে আমি রাখিনি তো কিছু,

সেই তো আমায় ছেড়ে চলে গেছে

এখন ঘুরে বেড়ায় অন্য জনের পিছু।


যারে নিয়ে আমি পরিকল্পনা করেছি

জীবনে মরণে পাশাপাশি থাকার,

সেই তো আমায় নিয়ে ষড়যন্ত্র করে

তার কাজ থেকে বহুদূরে তারা বার।


যার হাতটি ধরেছিলাম ভরসা করে

সেই হাতে হাতুড়ি মারলো এ অন্তরে,

ভালোবেসে বাঁধিতে পারি নাই তারে

বাঁধা পরেছি তার অবহেলার বন্দরে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান