আত্মা
খাদিজা বেগম
হে আমার আত্মা, তুমি সর্বাবস্থায় শান্ত থাক,
সুস্থ স্বাভাবিক থাক সৃষ্টিকর্তাকে স্মরণে রাখ।
হে আমার আত্মা, তুমি মনে রেখ সর্বদায়,
প্রতি ক্ষণের হিসাব আল্লাকে দিতে হবে তোমায়।
হে আমার আত্মা, তুমি অন্যের কথা না ভেবে,
নিজের কথা ভাবনা,কি করে জবাব দিহি দেবে?
হে আমার আত্মা, দুঃখ পেওনা মিথ্যে শুনিয়া,
এ নহে কোন জান্নাত এটা প্রতারণার দুনিয়া।
হে আমার আত্মা, তুমি তো মুত্যু পথের যাত্রী,
ভুলে গেছ কি মৃত্যুর দিকে ছুটে যাচ্ছ দিবারাত্রি।
হে আমার আত্মা, এটাই তোমার বড় শান্তনা,
তুমি কাউকে কষ্ট দাওনি, দাওনি কভু কোন কুমন্ত্রণা।
হে আমার আত্মা, তুমি কোন কারনে আর কেঁদোনা,
তুমি এক পরিক্ষাথী সইতে হবে সকল বেদনা।
হে আমার আত্মা,আর করিওনা আত্মনাত,
ধৈর্য ধরো মুক্তি পাবে যখন শেষ হবে হায়াত।
Comments
Post a Comment