জোচ্চুরি
খাদিজা বেগম
না ফুটিতে ভালবাসার ফুল ছিঁড়ে নিলে তার মঞ্জুরী,
মোর বিশ্বাসে বিষ মাখিয়ে করেছো যে তাই জোচ্চুরি।
আমি এখন তোমার চোখে খুব অসহ্য,বিবর্ন,বিশ্রী,
তোমার চোখে অন্য কেহ খুব মনোহর, সুন্দর, সুশ্রী।
আমি এখন তোমার মুখে অচল,আতুর,অসৎ,অধম,
তোমার মুখে অন্য কেহ খুব চপলা, চঞ্চল, সাধু,উত্তম।
তোমার হাতের আঘাতে আজ আমি হলেম ক্ষত বিক্ষত,
তোমার হাতের আদরে কেউ স্বপ্নে বিভোর অবিরত।
আজ বেমানান তোমার পাশে অসহনীয় আমি কুশ্রী,
আজ অন্য কেউ তোমার পাশে ভাগ্যবতী লাবন্য শ্রী।
থাকো থাকো সুখে থাকো করবো না আর অভিযোগ,
দুঃখ গুলো আমার থাক তুমি করো সুখ গুলো ভোগ।
কেঁদে কেঁদে আমার দু'চোখ হয়ে যাক কষ্টের নদী,
আরাম আয়েশ করো তুমি খুশি থাকো নীরবধী।
জেগে জেগে চিরতরে ঘুমিয়ে থাক আমার আঁখি,
চাওয়া পাওয়া মিটে যাবে থাকবে না আর কিছু বাকি।জোচ্চুরি
খাদিজা বেগম
না ফুটিতে ভালবাসার ফুল ছিঁড়ে নিলে তার মঞ্জুরী,
মোর বিশ্বাসে বিষ মাখিয়ে তুমি করো তাই জোচ্চুরি।
আমি এখন তোমার চোখে খুব অসহ্য,বিবর্ন,বিশ্রী,
তোমার চোখে অন্য কেহ খুব মনোহর, সুন্দর, সুশ্রী।
আমি এখন তোমার মুখে অচল,আতুর,অসৎ,অধম,
তোমার মুখে অন্য কেহ খুব চপলা, চঞ্চল, সাধু,উত্তম।
তোমার হাতের আঘাতে আজ আমি হলেম ক্ষত বিক্ষত,
তোমার হাতের আদরে কেউ স্বপ্নে বিভোর অবিরত।
আজ বেমানান তোমার পাশে অসহনীয় আমি কুশ্রী,
আজ অন্য কেউ তোমার পাশে ভাগ্যবতী লাবন্য শ্রী।
থাকো থাকো সুখে থাকো করবো না আর অভিযোগ,
দুঃখ গুলো আমার থাক তুমি করো সুখ গুলো ভোগ।
কেঁদে কেঁদে আমার দু'চোখ হয়ে যাক কষ্টের নদী,
আরাম আয়েশ করো তুমি খুশি থাকো নীরবধী।
জেগে জেগে চিরতরে ঘুমিয়ে থাক আমার আঁখি,
চাওয়া পাওয়া মিটে যাবে থাকবে না আর কিছু বাকি।
Comments
Post a Comment