মৃত্যু
খাদিজা বেগম
কালো চুলে লেখা সাদা কালি দিয়ে
সময় নেই আর তুমি তৈরি থাকো,
কেন আমার চিঠি না পরে তুমি
বারে বারে কালো কালি দিয়ে ঢাকো।
যেই পড়েছে আমার লেখা এই চিঠি
সেই হয়েছে জান্নাতের মেহমান,
যে করেছে অবহেলা সে পেয়েছে
অনন্ত দুঃখ, কষ্টের জাহান্নাম।
কখনো যেন ভুলে যেওনা তুমি
পৃথিবীটা একটা পরিক্ষার হল,
আমার বলে যতই করো চিৎকার
তোমার রবে শুধুই কর্মফল।
একবার কারো চোখে আমাকে দেখলে
তার চোখ দুটো অন্ধ হয়ে যায়,
একবার আমার শব্দ পেলে কানে
তার কান দুটো বন্ধ হয়ে যায়।
একবার কেউ আমার স্পর্শ পেলে
থেমে যায় হৃদয়ের স্পন্দন,
একে একে খুলে তার সাথে বাঁধা
এ পৃথিবীত সব রকম বন্ধন।
একবার আমাকে অনুভব করলে
তার সব অনুভূতি হয় শূন্য,
আমাকে দেখে খুশীতে হাসে তারা
যাদের আমলনামাতে ভরা পূর্ণ।
হয় তো তোমার কাছে আসব আমি
মরণব্যাধি ক্যান্সারের তীব্র রুপে,
নয় তো তোমার কাছে আসতে পারি
তোমার ঘুমের ঘোরে চুপে চুপে।
হয় তো তোমার কাছে আসব আমি
যখন তুমি নুয়ে রবে সেজদায়,
নয় তো তোমার কাছে আসতে পারি
দূর্ঘটনায় রক্তমাখা অবস্থায়।
হয় তো তোমার কাছে আসব আমি
যখন তুমি রবে নৌজানে যাত্রী,
নয় তো তোমার কাছে আসতে পারি
যখন ইবাদাতে কাটাও রাত্রি।
হয় তো তোমার কাছে আসব আমি
অগ্নিকুণ্ড হয়ে তোমাকে পুড়াতে,
নয় তো তোমার কাছে আসতে পারি
কালবৈশাখীর ঝড় হয়ে উড়াতে।
হয় তো তোমার কাছে আসব আমি
হাসপাতালেরই সাদা বিছানায়,
নয় তো তোমার কাছে আসতে পারি
তুমি রবে কোন অজানা ঠিকানায়।
হয় তো তোমার কাছে আসব আমি
তুমি রবে অবহেলা অনাদরে,
নয় তো তোমার কাছে আসতে পারি
চিকিৎসা বীনা ঘরের কোণে পড়ে।
হয় তো তোমার কাছে আসব আমি
যখন যন্রনণা নিঃশ্বাসে নিঃশ্বাসে,
নয়তো তোমার কাছে আসতে পারি
যখন কেউই রবে না আশেপাশে।
হয় তো তোমার কাছে আসব আমি
খুব নিরবে ছোট্ট পিঁপড়ার বেশে
তোমার জন্য কাঁদবে এই পৃথিবীটা
আর তুমি চলে যাবে হেসে হেসে।
Comments
Post a Comment