বাবা, বাবা
বাবা, বাবা, বলে অবচেতনায়
তোমাকে ডাকে যাই ও আমার বাবা,
তুমি ছিলে মোর দুনিয়ার বুকে
আলোর দিশারী পবিত্র কাবা।
যেথা দিতো মোরে পৃথীবির
সব দুঃখ কষ্ট থেকে আশ্রয়,
যার হাত ধরে জীবনের সব
বাঁধা বিপত্তি করিতাম জয়।
বাবা তুমি ছাড়া নিজেকে এখন
বড়ো অসহায় একা মনে হয়,
একদিন যেন এক শতাব্দী
কাটে না আমার দুঃখের সময়।
সেই তো চলে গেলে মোরে একা ফেলে
এক পথহারা পথিকের ন্যায়,
কেন যে আমার মন ক্ষত হয়
মেনে নিতে হয় হাজারো অন্যায়?
খাদিজা বেগম
কতো কথা আর কতো শতো কাজে
কত জনে দেয় আমাকে আঘাত,
এই জীবনের মোড়ে মোড়ে পাতে
মন্ত্রণাময় আগুনের ফাঁদ।
পদে পদে আজ আমার বিপদ
খুঁজে পাইনা বন্ধুর হাত,
শত্রুরা আজ রেখেছে ঘিরিয়া
কাটছে না মোর অমানিশা রাত।
তোমার মতন নেই কারো সময়
তাই হয় না আর মোর কোথা ভাবা,
বাবা, তুমি ফের ফিরে আসো নয়
নিয়ে যাও আমাকে রয়েছো যেথায়।
শতো ক্ষত মন ঘুরে ফিরে শুধু
তোমার কাছেই আশ্রয় চায়।
Comments
Post a Comment