বহতা নদী

 খাদিজা বেগম


জীবনটা যেন জোয়ার ভাটায় গড়া এক বহতা নদী,

দুঃখ সুখের দু'কুল ধরে সে বয়ে চলেছে নিরবধী।


ভাঙে যখন দুঃখের কুল সে তার সুখের কুলটা গড়ে,

দুঃখের কুলে চর জাগিলে সেই সুখের কুলটা ভেঙ্গে পরে।


ভাঙা গড়ার এই তো জীবন চলিতেছে সুখ দুঃখ নিয়ে,

দুঃখ বারে আরও তাড়াতাড়ি দুঃখটারে তাড়াতে গিয়ে।


দুঃখের মত দুঃখ থাকুক সুখের মত থাকুক সুখ,

কানায় কানায় ভরে থাকুক সুখ দুঃখ নিয়ে এ বুক।


সময়ের সাথে যটিল সমস্যা গুলো হয়ে যায় ঠিক,

সমস্যা দেখে অধৈর্য হয়ে আর কেউ ছুটনা দিকবেদিক।


মেঘের পরে বৃষ্টি আসে বৃষ্টির পরে সূর্য টা হাসে,

বেদনার পারে কান্না আসে কান্নার পারে আনন্দ আসে।


নিয়মতান্ত্রিক ভাবেই চলছে জীবন, জীবনের গতিতে,

জীবন থেমে থাকে না কারো আসা যাওয়া বা লাভ ক্ষতিতে।


মহান রবের উপরে যে মানবে রাখে দৃঢ় ভরসা,

সুখে দুঃখে মহান রব তাহার সঙ্গের সাথী সহসা।


সে অগ্নিকুণ্ডে থেকেও যেন বাস করে জান্নাতে সুখে,

সুস্থ সবল থাকে যেন থেকেও নানা রকম অসুখে।


হাজার দুঃখ, কষ্ট, যন্তনাতে কখনো কেউ না তারে রুখে,

সদায় শুকরিয়া আদায় করে সে রবের সেজদায় ঝুঁকে।


Comments

  1. দুঃখ সুখ চক্রবৎ। এরমধ্যেই সুখের অস্তিত্ব নিয়েই আমাদের বাঁচতে হবে। সুন্দর উপস্থাপনা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান